মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ৫ যুবক। তাঁদের থেকে উদ্ধার কমপক্ষে ২৭.৫ কেজি গাঁজা। ধৃতদের মধ্যে একজন বিহারের এবং বাকিরা মাহোবার বাসিন্দা। জানা যাচ্ছে, বিহারের ওই যুবক মাদক বিক্রি করতে এসেছিল, তারপরই ক্রেতা সহ মোট ৫ জনকে গ্রেফতার করে কানপুর পুলিশ। যদিও পুলিশের ধারনা, এই চক্রে আরও অনেকে জড়িত, ফলে তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার ৫

পুলিশসূত্রে খবর, দিনকয়েক আগেই গোপনসূত্রে তাঁদের কাছে খবর আসে যে ওড়িশা থেকে বিপুল পরিমাণে গাঁজা কানপুরে আসছে, এবং সেখানের বিভিন্ন জেলায় এই মাদক বিক্রি হবে। খবর পেয়েই বিভিন্ন এলাকায় নজর রেখেছিল পুলিশ। অবশেষে মাহোবা এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণের মাদক।

তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

যদিও আর কোন কোন এলাকায় এই মাদক বিক্রি হত, এবং এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের আদালতে পেশ করেছে তদন্তকারীরা।