
ইন্দোর, ১১ জুন: রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi) খুনের দোষ তার কাধে চেপেছে। সোনমের (Sonam Raghuwanshi) হাত ধরে রাজই খুন করেছে রাজাকে। এমন একাধিক তথ্য পুলিশের হাত ধরে উঠে আসতে শুরু করেছে। এবার সংবাদমাধ্যমের সামনে হাউ হাউ করে কাঁদলেন রাজ কুশওয়ার মা। তিনি দাবি করেন, তাঁর ছেলে রাজ কিছুতেই এই ঘৃণ্য অপরাধ করতে পারে না। রাজ কুশওয়া (Raj Kushwaha) অত্যন্ত ভাল ছেলে বলে দাবি করেন তার মা। রাজের কাধে রয়েছে তার দুই বোনের দায়িত্ব। বাবার মৃত্যুর পর থেকে রাজ একাই বোনদের সামলেছে। সংসার টেনেছে। সারাদিন কাজের পর রাতে পেপার বিক্রি করতেও রাজ বেরোত। সব সময় কাজ নিয়ে থাকত। গত ২ বছর ধরে রাজ সোনমের দাদা গোবিন্দের দোকানে কাজ শুরু করে। সংসার চালাতেই গোবিন্দের দোকানে কাজ শুরু করে রাজ। এমন দাবি করেন তার মা। তাই কখনও রাজা রঘুবংশীকে খুন করতে পারে না। দাবি তার মায়ের।
রাজ কুশওয়ার মায়ের পাশাপাশি তার বোনকেও এমন দাবি করতে শোনা যায়। যেখানে রাজের বোন দাবি করেন, তাঁর রাজ ভাইয়া কিংবা ভিকি ভাইয়া ( রাজার খুনে আর এক অভিযুক্ত) এই কাজ করতে পারে না।
শুনুন কী দাবি রাজ কুশওয়ার মায়ের...
View this post on Instagram
গত ২ জুন মেঘালয়ের (Meghalaya Murder) পাহাড়ের খাঁদ থেকে রাজা রঘুবংশী নামে ইন্দোরের এক ব্যবসায়ী তরুণের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাজার সদ্য বিবাহিত স্ত্রী সোনম রঘুবংশীর কথায় খুন করে রাজ কুশওয়া, আনন্দ-সহ আরও ৩ জন।
এরপর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজ়িপুর (Gazipur) থেকে পুলি সোনেম রঘুবংশীকে গ্রেফতার করে। সেই সঙ্গে ইন্দোর থেকে রাজ কুশওয়া-সহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। যে ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।