Sonam Raghuwanshi, Raja Raghuwanshi (Photo Credit: X)

ইন্দোর, ১১ জুন: সোনমের (Sonam Raghuwanshi) সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করা হয়েছে। সোনমের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। এবার এমনই বললেন রাজা রঘুবংশী (Raja Raghuwanshi) খুনে অভিযুক্ত সোনমের দাদা গোবিন্দ। সংবাদিকদের সামনে বুধবার হাজির হন সোনমের দাদা গোবিন্দ। আর সেখানেই তিনি বলতে শুরু করেন, সোনমের সঙ্গে তাঁদের পরিবারের কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে মেঘালয়ে রাজার খুনের পর যে সমস্ত তথ্য সামনে এসেছে, তার সবকিছু সোনমের বিরুদ্ধে গিয়েছে। যে সমস্ত নথি এবং তথ্য সামনে এসেছে, তার সবকিছু প্রমাণ করে, সোনমই এই খুন করেছে। সোনমের বিরুদ্ধে সমস্ত তথ্য গিয়েছে। সোনম যে অপরাধ করেছে,তার কোনও ক্ষমা নেই। সেই সঙ্গে রাজার পরিবারের কাছে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন বলেও মন্তব্য করেন সোনম রঘুবশীর দাদা গোবিন্দ। রাজা তাঁর খুব প্রিয় পাত্র ছিলেন। তাই সন্তান-হারা রঘুবংশী পরিবারের কাছে ক্ষমা চাইতে দেখা যায় সোনমের দাদা গোবিন্দকে।

আরও পড়ুন: Sonam Raghuwanshi On Raj Kushwaha: ভাড়াটে গুন্ডারা না পারলে রাজাকে সেই ধাক্কা দেবে পাহাড়ের উপর থেকে, সোনমের পরিকল্পনায় শিউরে উঠবেন

শুনুন কী বললেন সোনমের দাদা...

 

প্রসঙ্গত রাজাকে খুনের পর সোনম মেঘালয় (Meghalaya Murder) থেকে অসম (Assam) হয়ে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যায়। গাজ়িপুরের (Gazipur) একটি ধাবা থেকে সোনম তার দাদাকে ফোন করে। দাদা যাতে তাকে রক্ষা করেন, সেই কথা বলতে শুরু করে সোনম। যা শুনে সোনমের দাদা নিজের বোনকে যাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, ধাবার মালিককে সে বিষয়ে অনুরোধ জানান। এরপর স্থানীয় থানার পুলিশ কাশি ধাবায় পৌঁছে সোনম রঘুবংশীকে গ্রেফতার করে।

রাজা রঘুবংশীর খুন নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০ লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনি দিয়ে রাজাকে হত্যা করায় সোনম। রাজাকে হত্যার পর প্রেমিক রাজ কুশওয়ার সঙ্গেই কি সোনমের নতুন সংসার পাতানোর পরিকল্পনা ছিল, তা নিয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। সেই সঙ্গে সোনম রঘুবংশী অন্তঃসত্ত্বা কি না, সে বিষয়ে শারীরিক পরীক্ষার কথা বলা হয়েছে। আগামী ৬-৭৭ দিনের মধ্যে সোনমের আলট্রাসাউন্ড হবে বলে পুলিশকে জানানো হয় চিকিৎসকদের তরফে।