Rescue Operation In Teesta (Photo Credit: X/Screengrab)

কলকাতা, ৩০ মে: সিকিমের (Sikkim) চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার পথে পর্যটকদের গাড়ি তিস্তায় (Teesta River) পড়ে যায়।  চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার পথে পর্যটকদের বাস তিস্তায় পড়ে যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গন জেলায় তিস্তায় পর্যটক বোঝাই বাস পড়তেই চিৎকার শুরু হয়ে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক হু হু করে। তিস্তায় বাস পড়তেই স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ। সেই সঙ্গে উদ্ধারকারী দলও হাজির হয়। দিন, রাত এক করে সিকিমে উদ্ধার কাজ শুরু হয়।  তবে এখনও শেষ হয়নি উদ্ধার কাজ।

মঙ্গন জেলায় তিস্তা নদীতে চলছে উদ্ধার কাজ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিস্তা থেকে এক পর্যটকের জেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। আহতদের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন: Sikkim Accident: সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখে বাংলা-ওড়িশার পর্যটকরা, চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তা থেকে সোজা ১ হাজার ফুট নীচে তিস্তা নদীতে গাড়ি; নিখোঁজ ৯

কীভাবে উদ্ধার কাজ চলছে দেখুন...

 

আইটিবিপি কাজ শুরু করেছে জোর কদমে। সেই সঙ্গে সিকিম পুলিশও তিস্তা থেকে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে আইটিবিপির সঙ্গে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পর্যবেক্ষণ করছেন আহত, নিহতদের উদ্ধার কাজে। উদ্ধারকারী দল থেকে মেডিকেল টিম, যাতে সময় মত সবকিছু পৌঁছে যায়, সেই চেষ্টা শুরু করেছে সিকিমের মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, তিস্তায় পর্যটক বোঝাই বাসটিতে যাঁরা ছিলেন, তাঁরা বাংলা এবং ওড়িশার বসবাসকারী।