
দিল্লি, ২৬ মে: মাওবাদী-মুক্ত (Maoist) ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত (India)। আর তার দ্বিতীয় ধাপে প্রথম শ্রেণির এক মাওবাদী নেতাকে মারা হল ঝাড়খণ্ডে (Jharkhand)। তাও আবার প্রথম শ্রেণির এক মাও নেতার প্রাণ গিয়েছে। নিহতের দাম মণীশ যাদব। যার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয় বলে খবর। ডিজি পালামৌর তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। যে মাওবাদী নেতার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়, তাকে যেমন হত্যা করা হয়েছে, তার সঙ্গে আরও এক প্রথম সারির মাও নেতাকে নিকেশ করা হয়েছে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, রবিবার রাত থেকে ঝাড়খণ্ডের দাউনায় মাওবাদীদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়। সেখানেই মণীশ যাদবকে নিকেশ করা হয়। মণীশের পাশাপাশি কুন্দন খেরওয়ার নামে আরও এক মাও নেতাকে নিরাপত্তারক্ষীরা খতম করে বলে খবর। সবকিছু মিলিয়ে ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ডে ফের দুই প্রথম সারির মাও নেতাকে নিকেশ করা হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: Jharkhand: ঝাড়খণ্ডে বন্দুকযুদ্ধে নিহত মাওবাদী, গ্রেফতার ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত জঙ্গি
ঝাড়খণ্ড জন মুক্ত পরিষজের ২ মাও নেতাকে খতম করার ২ দিন পর রবিবার ফের ঝাড়খণ্ডে গুলি লড়াই শুরু হয়। এরপরই ২ মাও নেতার খতম হওয়ার খবর মেলে। যাদের মাথার দামও বড়সড় অঙ্ক ধার্য করা হয় বলে খবর।
জানা যাচ্ছে, ২ মাওবাদীকে নিকেশের পর পুলিশ (Police) তাদের কাছ থেকে বহু অস্ত্র উদ্ধার করেছে। যে পাপ্পু লোহরাকে নিকেশ করা হয়েছে, তার বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। যে মামলাগুলির মধ্যে এক সিআরপিএফ জওয়ানকে হত্যার মামলাও রয়েছে।
সম্প্রতি ছত্তিশগড়ে পরপর ২৭ জনকে নিকেশ করা হয়। যার মধ্যে প্রথম সারির মাও নেতা বাসবরাজের নামও ছিল। ওই ঘটনার পর এবার ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ করা হয়েছে বলে খবর।