সামান্য একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তজেনা মুর্শিদাবাদের দৌলতাবাদে (Daulatabad)। তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের বিবাদে রণক্ষেত্র চেহারা নেয় ভোটকেন্দ্র দৌলতাবাদ হাইস্কুল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। রবিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে পাঁচবছর বাদে নির্বাচন হচ্ছে। এতদিন পর্যন্ত এই সমবায় সমিতি সিপিএমের হাতেই ছিল। কিন্তু এবারে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে যোগ দিয়েছে বামেরা। অন্যদিকে এই সমবায় সমিতি দখল করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল।
পুলিশের ওপর চড়াও হয় দুই দলের কর্মী সমর্থকরা
জানা যাচ্ছে, দু’পক্ষের ঝামেলায় উত্তপ্ত হয় হাইস্কুল চত্বর। প্রথমদিকে কর্তব্যরত পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়। কিন্তু তাঁরা তা নিয়ন্ত্রণ করতে না পারলে থানা থেকে ব়্যাফ ডাকা হয়। এরমধ্যে পুলিশকর্মীর ওপর পাল্টা চড়াও হয় দুই দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, পুলিশের গায়ে হাত তোলে তাঁরা। এমনকী পুলিশে লাঠি কেড়ে নেওয়ারও দৃশ্য দেখা যায়। পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বাহিনী পৌঁছায় এলাকায়। তাঁরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দুই দলেরই কর্মী সমর্থকদের।
দেখুন ভিডিয়ো
Murshidabad, West Bengal: During Cooperative Society elections in Daulatabad, a clash broke out between Trinamool and Congress workers over obstruction of opposition. Tensions escalated near Daulatabad High School, leading to a police lathi charge after Trinamool leaders… pic.twitter.com/X38sILdqR1
— IANS (@ians_india) May 25, 2025
অভিযোগের আঙুল একে অপরের বিরুদ্ধে
বামে-কংগ্রেসের অভিযোগ, তৃণমূল বুথ দখলের চেষ্টা করছে এবং পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের পাল্টা দাবি, শুরু থেকেই বাম-কংগ্রেস শান্তিপূর্ণ ভোটগ্রহণে বাধা দিচ্ছিল। প্রসঙ্গত, এই সমবায় সমিতিতে ৪৩টি আসনের মধ্যে সবকটি আসনই বামেদের দখলে ছিল। এবারে তৃণমূলের বিরুদ্ধে ২১টি আসনে সিপিএম ও ২২টি আসনে কংগ্রেস ভোটে লড়ছে।