Close
Advertisement
 
বুধবার, ডিসেম্বর 18, 2024
সর্বশেষ গল্প
1 hour ago

Sourav Ganguly Health Update: আপাতত সুস্থ সৌরভ; মমতা থেকে মোদি, মহারাজের আরোগ্য কামনায় গোটা দেশ

খেলা Sarmita Bhattacharjee | Jan 04, 2021 02:09 PM IST
A+
A-

আজ সকালে অসুস্থ সৌরভ গাঙ্গুলির খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বলেন ডোনা গাঙ্গুলির সঙ্গেও। সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন তিনি। তাড়াতাড়ি সুস্থতার কামনাও করেন, সংবাদসংস্থা সূত্রে খবর। শনিবার মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। শেষ বুলেটিন অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভালো আছেন দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। রাতে তিনি ভালো ঘুমিয়েছেন। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলি রাতে হালকা ডিনার করেছেন। তিনি যথেষ্ট চনমনে রয়েছেন। আজ সকালে রুটিন ইসিজি করা হয়েছে তাঁর। জানা গেছে, রাতে সৌরভ খেয়েছেন চিকেন স্টু, টোস্ট আর ফল। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, আজ আসতে পারেন অনুরাগ ঠাকুর, জয় শাহ। কেমন রয়েছেন? কেমন চিকিৎসা চলছে? এসব ব্যাপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির (Primary Angioplasty) পর থেকেই ভালো আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। বসানো হয়েছে স্টেন্ট। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা বলেন, সৌরভের তিনটি ব্লকেজ আছে ধমনীতে।

RELATED VIDEOS