Sachin Tendulkar (Photo Credit: JioCinema/ X)

টেস্ট ক্রিকেট থেকে অবসরগ্রহণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। বাইশ গজের পাচঁদিনের ক্রিকেটে শেষ হল কোহলির বর্ণময় সফর। ২০১১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলির টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। জীবনের প্রথম টেস্ট ইনিংসে ৪ রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। তাঁকে আউট করেছিলেন ক্যারিবিয়ান পেসার ফিডেল এডওয়ার্ডস। আর কোহলির জীবনের শেষ টেস্ট শুরু হয়েছিল চলতি বছর ৩ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে।

শেষ টেস্ট ইনিংসে অজি পেসার ডগ বোল্যান্ডের বলে ব্যক্তিগত ৬ রানে আউট হয়েছিলেন কোহলি। তাঁর ক্যাচটি লুফেছিলেন স্টিভ স্মিথ। তিন দিনের মধ্যে ভারত সেই সিডনি টেস্টে হেরেছিল ৬ উইকেটে।

দেখে নেওয়া যাক ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা তাদের শেষ টেস্ট ইনিংসে কত রানে আউট হয়েছিলেন--

সচিন তেন্ডুলকর: ৭৪ রান (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, মুম্বই, ২০১৩ সাল)

সচিনকে তাঁর শেষ টেস্ট ইনিংসে আউট করেছিলেন ক্যারিবিয়ান স্পিনার নরসিং দেওনারাইন। সচিনের ক্যাচটা লুফেছিলেন ডারেন সামি। সচিনের ফেয়ারওয়েল টেস্টে ভারত জিতেছিল ইনিংস ও ১২৬ রানে।

সুনীল গাভাসকর: ৯৬ রান (পাকিস্তানের বিরুদ্ধে, বেঙ্গালুরুতে, ১৯৮৭ সালে)

ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করে ৯৬ রান করেছিলেন গাভাসকর। পাক স্পিনার ইকবাল কিসেমর বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে আউট হয়েছিলেন সানি। সেই টেস্টে ভারতকে ১৬ রানে হারিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল গাভাসকরের ফেয়াওয়েল টেস্ট।

সৌরভ গাঙ্গুলি: ০ রান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, নাগপুরে, ২০০৮ সালে)

কেরিয়ারের শেষ টেস্টে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন সৌরভ। সৌরভকে আউট করেছিলেন অজি স্পিনার জেসন ক্রেজা। সৌরভের ফেয়ারওয়েল টেস্টে টিম ইন্ডিয়া জিতেছিল ১৭২ রানে।

রাহুল দ্রাবিড়: ২৫ রান ( অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অ্যাডিলেড, ২০১২ সাল)

জীবনের শেষ টেস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রাবিড় ব্যক্তিগত ২৫ রানে আউট হয়েছিলেন রায়ান হ্যারিসের বলে। সেই টেস্টের প্রথম ইনিংসে দ্রাবিড় আউট হয়েছিলেন ১ রানে। দ্রাবিড়ের ফেয়ারওয়েল টেস্টে টিম ইন্ডিয়া ২৯৮ রানে হেরেছিল।

বীরেন্দ্র সেওয়াগ:

৬ রান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, হায়দরাবাদে, ২০১৩ সালে)

সেওয়াগকে আউট করেছিলেন অজি পেসার পিটার সিডল। টিম ইন্ডিয়া এই টেস্টে ইনিংস ও ১৩৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

ভিভিএস লক্ষ্মণ: ৩৫ রান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অ্যাডিলেড, ২০১২ সাল)

বিরাট কোহলি: ৬ রান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিডনি, ২০২৫ সাল)

শেষ টেস্ট ইনিংসে অজি পেসার ডগ বোল্যান্ডের বলে ব্যক্তিগত ৬ রানে আউট হয়েছিলেন কোহলি। তাঁর ক্যাচটি লুফেছিলেন স্টিভ স্মিথ। তিন দিনের মধ্যে ভারত সেই সিডনি টেস্টে হেরেছিল ৬ উইকেটে।