Sourav Ganguly (Photo Credit: @ETNOWlive/ X)

Sourav Ganguly in Khakee 2? সম্প্রতি আসন্ন ওয়েব সিরিজ খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারে (Khakee: The Bengal Chapter) সৌরভ গাঙ্গুলি একটি ক্যামিও করেছেন বলে জল্পনা শুরু হয়। তবে আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট বলছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যে তিনি শুধু সিরিজটির প্রমোশন করছেন, তবে এতে অভিনয় করছেন না। পরিচালক নীরজ পান্ডের এটি খাকি সিরিজের দ্বিতীয় পার্ট যা ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। সিরিজের প্রথম পর্ব ছিল খাকি: দ্য বিহার চ্যাপ্টার। যেহেতু তিনি কখনও কোনও সিনেমা, টেলি-সিরিয়াল বা ওয়েব সিরিজে অভিনয় করেননি, তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, পুলিশ অফিসারের বেশে এই সিরিজের প্রচার করবেন তিনি। এমনিতেও পুলিশ অফিসার সেজে প্রাক্তন ক্রিকেট তারকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। David Warner: ভারতীয় সিনেমায় ডেভিড ওয়ার্নার! তেলেগু ছবি 'রবিনহুড'-এ থাকছেন অজি তারকা

ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শুটিং করেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট খেলা ছাড়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ। অভিনয় ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে, বাংলা টেলিভিশনে 'দাদাগিরি আনলিমিটেড' নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানের হোস্ট হিসেবে সুপরিচিত। তিনি আদেও অভিনয় করছেন কিনা সেটা নিশ্চিত না হলেও তাঁর জীবন কাহিনী নিয়ে একটি বায়োপিক তৈরি করা হচ্ছে। যেখানে রাজকুমার রাওকে দেখা যাবে তাঁর ভুমিকায়। নিজের বায়োপিকেও অভিনয় করবেন না সৌরভ।

খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার (Khakee: The Bengal Chapter)

জানা গিয়েছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রডিউস করেছে খাকি ২। এছাড়া ফ্রাইডে স্টোরিটেলার্স প্রযোজিত এই সিরিজটি তৈরি করেছেন নীরজ পান্ডে এবং পরিচালনা করেছেন দেবত্মা মণ্ডল ও তুষার কান্তি রায়। এটি মূলত রাজনীতি, গ্যাং-ওয়ার এবং পুলিশ ব্যবস্থা নিয়ে বানানো একটি অ্যাকশন-ড্রামা। যেখানে রয়েছে অনেক অপ্রত্যাশিত টুইস্ট। গল্পটি ২০০০ সালে কলকাতার এক পুলিশ অফিসারকে ঘিরে বানানো। যিনি অপরাধ সিন্ডিকেট দমন করার চেষ্টা করছেন এবং একটি রাজনৈতিক আঁতাতের বিরুদ্ধে লড়াই করছেন। অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।