Shah Rukh Khan (Photo Credit: Instagram)

১৮তম আইপিএলের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন একটা সময়ে ১৭ বছর আগের আইপিএলে নাইট রাইডার্সের কথা মনে আছে? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ২০০৮ সালে প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। তবে ইডেনে নয়, সেবার আরসিবি-র হোম গ্রাউন্ডে বেঙ্গালুরুতে হয়েছিল প্রথম আইপিএলের প্রথম ম্য়াচ। সবার আগে বলে নেওয়া যাক, কলকাতায় ২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচ আর বেঙ্গালুরুতে ২০০৮-এর উদ্বোধনী ম্যাচ খেলা শুধু একটা নাম কমন আছে। তিনি হলেন বিরাট কোহলি। ২০ বছর বয়েসে আরসিবি-র জার্সিতে রাহুল দ্রাবিডের নেতৃত্বে ২০০৮ আইপিএলে খেলতে নেমেছিলেন বিরাট। ১৭ বছর বাদে রজত পাতিদারের নেতৃত্ব সেই এক আরসিবি-র জার্সিতে কেকেআর-এর বিরুদ্ধে নামছেন ৩৬-র তরুণ কোহলি।

সেদিনের কেকেআর

এবার আসা যাক, কলকাতা নাইট রাইডার্সের কথায এখন কেকেআর-দলে কোনও বাঙালী নেই। অথচ প্রথম আইপিএলে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে নামা KKR-এ মোট চারজন বাঙালি ক্রিকেটার ছিলেন। সৌরভ ছাড়াও শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির প্রথম একাদশে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা। কেকেআর-এর বোধন ম্যাচে চার বিদেশী ক্রিকেটার ছিলেন নিউ জিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকালম, অস্ট্রেলিয়ান রিকি পন্টিং ও ডেভিড হাসি এবং পাকিস্তানের স্পিনার-অলরাউন্ডার মহম্মদ হাফিজ। কেকেআর-এর পেস আক্রমণে ছিলেন অজিত আগরকর, ইশান্ত শর্মা ও লক্ষ্মীরতন শুক্লা। দুই স্পিনার হিসেবে মুরলী কার্তিক ও মহম্মদ হাফিজ। ওপেনার হিসেবে নেমে ছিলেন সৌরভ ও ম্যাকালাম। তিনে নেমেছিলেন পন্টিং। মিডল অর্ডারে হাসি, হাফিজ, ঋদ্ধিমান সাহা।

স্মৃতিতে প্রথম ম্যাচ

আরসিবি ঘরের মাঠে খাতায় কলমে তুলনায় শক্তিশালী দল নিয়ে খেললেও, কেকেআর-কে ১৪০ রানে বিশাল জয় এনে দিয়েছিলেন কিউই ওপেনার ম্যাকালম। ওপেন করতে নেমে ম্যাকালামের অবিশ্বাস্য ৭৩ বলে অপরপাজিত ১৫৮ রানে ভর করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে করেছিল ৩ উইকেটে ২২২ রান। সৌরভ (১০), পন্টিং (২০), হাসি (১২)-রা কিছু করতে না পারলেও একাই বেঙ্গালুরুতে সুনামি তুলেছিলেন ম্যাকালাম। কিউই তারকা সেই সন্ধ্যায় হাঁকিয়েছিলেন ১৩টি ওভার বাউন্ডারি, ১০টি বাউন্ডারি। জবাবে ব্যাট করতে নেমে দ্রাবিড়ে বেঙ্গালুরু মাত্র ১৫.১ ওভারে ৮২ রানে আউট হয়ে গিয়েছিল। দ্রাবিড় (২) , কোহলি (১), ক্যালিস (৮)-দের মহাতারকা একেবারেই দাঁড়াতে পারেননি। সেই ম্যাচে বেঙ্গালুরুর ১১তম ব্যাটার প্রবীণ কুমার (১৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান পাননি। অজিত আগরকর ৩টি, সৌরভ ও দিন্দা ২টি করে, ইশান্ত ও লক্ষ্মীরতন শুক্লা ১টি করে উইকেট নিয়েছিলেন। সৌরভ আউট করেছিলেন মার্ক বাউচার (৭)-কে।

প্রথম আইপিএলের প্রথম ম্যাচে KKR-এর প্রথম একাদশ

কেকেআর-একাদশ: সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), ব্র্যান্ডন ম্যাকালাম (উইকেটকিপার), রিকি পন্টিং, ডেভিড হাসি, মহম্মদ হাফিজ, লক্ষ্মীরতন শুক্লা, ঋদ্ধিমান সাহা, অজিত আগরকর, অশোক দিন্দা, মুরলী কার্তিক, ইশান্ত শর্মা।

2008 IPL-এর প্রথম ম্যাচে আরসিবি-র প্রথম একাদশ--

রাহুল দ্রাবিড় (অধিনায়ক), ওয়াসিম জাফর, বিরাট কোহলি, জ্যাক কালিস, ক্যামেরন হোয়াইট, মার্ক বাউচার (উইকেটকিপার), বালচন্দ্র অখিল, অ্যাসলে নোফকে,প্রবীণ কুমার, জাহির খান, সুনীল যোশী