Rohit pose with t20 Trophy Photo Credit: Instagram

Rohit Shama:  কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একেবারেই ফর্মে না থাকা রোহিত কটকে সিরিজ জয়ের জন্য ৩০২ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ছন্দ খুঁজে পেলেন। জয় জগন্নাথের রাজ্যে হওয়া ওয়ানডে ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হওয়ার নজির গড়লেন রোহিত। তাঁর কেরিয়ারের ২৬৭তম ওয়ানডে ম্যাচে নেমে টিম ইন্ডিয়ার অধিনায়ক টপকে গেলেন রাহুল দ্রাবিড় (১০ হাজার ৮৮৯ রান)-কে। এদিনই আবার দেশের অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নামলেন রোহিত।

১১ হাজারী ক্লাবের পথে ভারত অধিনায়ক

সব ঠিক থাকলে খুব দ্রুতই চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজারের ক্লাবে ঢুকে পড়বেন রোহিত। কটকে ২২ রান করলেই ওয়ানডে-তে মোট রানের বিষয়ে দ্রাবিড়কে টপকে যেতেন রোহিত।

রোহিতের সামনে এখন সৌরভ গাঙ্গুলি

ওয়ানডে-তে সর্বাধিক রান করার বিষয়ে রোহিতের সামনে এখন সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১টি ওয়ানডে ম্যাচে ১১ হাজার ৩৬৩ রান), বিরাট কোহলি (২৯৫ ওয়ানডে ম্যাচে ১৩ হাজার ৯০৬ রান) ও সচিন তেন্ডুলকর (৪৬৩টি ওয়ানডে ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান)।

দ্রাবিড়কে টপকালেন রোহিত

প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় ৩৪৪টি ওয়ানডে ম্য়াচ খেলে ১০ হাজার ৮৮৯ রান করেছিলেন। দ্রাবিড়ের ৩৬টি টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডে-তে ১২টি সেঞ্চুরি ও ৮৩টি হাফ সেঞ্চুরি ছিল)।