বর্ডার গাভাসকর ট্রফিতে একটা সেঞ্চুরি ছাড়া সেভাবে জ্বলে উঠছে দেখা যায়নি বিরাট কোহলির ব্যাট।যারপর ঘরে বাইরে বারবার সমালোচিত হতে হয়েছে তাঁকে।সামনে ঘরের মাঠে ইংল্যান্ড এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল। ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করবে ভারত। তবে ব্যর্থ হলেও তাঁর ক্লাস নিয়ে যে কোনও প্রশ্ন করা যায় না সেকথা আরও একবার মনে করিয়ে দিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
গতকাল বোর্ডের (BCCI) তরফে অনূর্ধ্ব ১৫ মহিলাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে বাংলার সিনিয়র মহিলা দল ও অনূর্ধ্ব ১৯ পুরুষ দল, যারা বোর্ডের টুর্নামেন্টে ফাইনালে উঠেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া করেছে, তাদেরও সংবর্ধনা দেওয়া হল। তারই মঞ্চ থেকে সৌরভ ব্যাট ধরলেন কোহলির হয়ে।আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে প্রাক্তন অধিনায়ক বললেন, বিরাটের মতো ক্রিকেটার বিশ্বে বিরল, যাঁর কাছে ৮০টা সেঞ্চুরি রয়েছে। সাদা বলে তিনিই বিশ্বের সেরা! অস্ট্রেলিয়ায় ওকে ব্যর্থ হতে দেখে বেশ অবাকই হয়েছি। তবে আমি মনে করি ওর মধ্য়ে এখনও অনেক ক্রিকেট বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে নিয়ে কোনও চিন্তা নেই। ওখানে ও রান করবে। কিন্তু লাল বলে আরও উন্নতি দরকার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেই ওর আসল পরীক্ষা।”
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দল মুখ থুবড়ে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ। বলে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই ফেভারিট। শেষ দুটো বিশ্বকাপেও ভালো খেলেছিল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল তো বটেই রোহিত শর্মাও নজর কাড়বেন বলে আশা মহারাজের।