অ্যাঞ্জিওপ্লাস্টি ও হৃদপিণ্ডে আরও দুটি স্টেন্ট বসার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার সৌরভের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরু থেকে কলকাতার অ্যাপোলোতে চলে আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সেখানে ছিলেন ডাক্তার আফতাব খান, সপ্তর্ষি বসু ও ডাক্তার সরোজ মণ্ডল। তাঁদের সঙ্গে প্রথমে বৈঠক করেন দেবী শেঠি। তারপর সৌরভকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করানো হয়। হৃদযন্ত্রের বাকি দুই আর্টারির পরিস্থিতি দেখার পর স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ততক্ষণে মুম্বইয়ের হাসপাতাল থেকে কলকাতায় চলে এসেছেন চিকিৎসক অশ্বিন মেহতা। এরপর দুপর থেকে বিকেল পর্যন্ত সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপর দেবী শেঠি ও অশ্বিন মেহতার তত্ত্বাবধানে সৌরভের বুকে আরও দুটি স্টেন্ট বসে।