Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
11 minutes ago

Republic Day 2021: অতিমারীর মধ্যে কড়া নিয়মকানুনে ৭২-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

ভারত Sarmita Bhattacharjee | Jan 26, 2021 01:06 PM IST
A+
A-

দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2021) পালন দেশজুড়ে, রাজধানীর রাজপথে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, অতিমারীর জেরে এই প্রথম কোনও প্রধান অতিথি থাকছেন না অনুষ্ঠানে। খুব ছোট করে হবে দিনটির উদযাপন, ১৫-র নীচে শিশুদের প্রবেশ নিষেধ অনুষ্ঠানে; এছাড়া সেনাবাহিনীর সংখ্যাও হাতেগোনা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাফাল ছাড়াও আজকের সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হবে টি-৯০ ট্যাঙ্ক, সমবিজয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান এবং ৩২টি ট্যাবলো। ৩২টি ট্যাবলোর মধ্যে ১৭টি আসছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে ৬টি এবং বাকি ৯টা আসছে অন্যান্য জায়গা থেকে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির সকলের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

RELATED VIDEOS