Nagaland থেকে প্রত্যাহার হোক সেনার বিশেষ ক্ষমতা 'আফস্পা', জোর দাবি
শনিবার রাতের ওই ঘটনায় যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় নাগাল্যান্ডে চলছে হর্নবিল উৎসব। যে উৎসবে গোটা দেশের পাশাপাশি বিদেশ থেকেও আসেন বহু মানুষ। শনিবার রাতের ওই ঘটনার পর হর্নবিল উৎসব রবিবার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নাগাল্যান্ড মন্ত্রিসভায় বিশেষ বৈঠকেরও ডাক দেওয়া হয়।