
ফের মণিপুরকে (Manipur) উত্তপ্ত করার চক্রান্ত চলছে। শুক্রবার ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় গোপনসূত্রে খবর পেয়ে অসম রাইফেল ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। খতম হয়েছে কমপক্ষে ১০ জন জঙ্গি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। যদিও নিহতরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত বা তাঁদের নাম পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এখনও অভিযান শেষ হয়নি। ওই এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।
মণিপুরে খতম ১০ জঙ্গি
জানা যাচ্ছে, শুক্রবার মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামের মায়ানমার লাগোয়া সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় যৌথ বাহিনী। জওয়ানদের দেখে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা প্রত্যাঘাত করে বাহিনীও। এরপর দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয় ১০ জঙ্গি। তাঁদের থেকে উদ্ধার হয় ৭টি একে-৪৭, একটি আরপিজি লঞ্চার, একটি এম ৪ রাইফেল, ৪টি এসবিবিএল রাইফেল সহ একাধিক অস্ত্রশস্ত্র।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই মণিপুরে সাম্প্রদায়িক অশান্তি চলছে। এই সংঘর্ষের জেরে ৩০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। মহিলা, শিশুদের ওপর অমানুষিক অত্যাচার চলেছে। এরমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেই রাজ্যের পরিস্থিতি।