COVID-19 Virus (Photo Credit: X)

ক্রমেই আশঙ্কার জায়গায় যাচ্ছে দেশের করোনা ভাইরাস (Corona Virus) পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়তে ভারতে এখন সক্রিয় কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। ভারতে নতুন ভ্যারিয়েন্টের কোভিড ক্রমশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এমন উদ্বেগের সংখ্যার মাঝে দেশের আরও একটি রাজ্য থেকে করোনা আক্রান্ত হওয়ার খবর এল। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে নাগাল্যান্ডে একজন কোভিডে আক্রান্ত হলেন।

দিমাপুরে হদিশ করোনা আক্রান্তের

চলতি বছর নাগাল্যান্ডে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন। নাগাল্যান্ডের দিমাপুরে করোনা আক্রান্ত সেই ব্যক্তি নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন। তাঁর জ্বর,গলা ব্যথা ও সর্দি-কাশি আছে। চলতি বছর কোভিডে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবার আগে আক্রান্ত হওয়ার খবর আসে সিকিম থেকে।

নাগাল্যান্ডে ঢুকে পড়ল করোনা

কেরলে সবচেয়ে বেশি আক্রান্ত

দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত এখন কেরলে। দক্ষিণের এই রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৯২০ জন। দেড় হাজারের কছাকাছি করোনায় আক্রান্ত আছেন গুজরাটে। বাংলায় সক্রিয় করোনা আক্রান্ত সেখানে ৭৪৭ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৬৪ জন।