
মুম্বইয়ের (Mumbai) এক বাসিন্দাকে অপহরণ করার অপরাধে নাগাল্যান্ড থেকে গ্রেফতার ৩ যুবক। পে্শায় ব্যবসায়ী ওই বছর ৬৬-এর বৃদ্ধকে অপহরণ করে পরিবারের থেকে দেড় কোটি টাকা মুক্তিপণের দাবি করেছিল অপহরণকারীরা। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। আর তারপরই পুলিশের একটি দল উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে গিয়ে সফলভাবে এই অভিযান চালায়। এবং অক্ষত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। যদিও তাঁদের সঙ্গে আরও কেউ ছিল কিনা, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
ডিমাপুর থেকে পরিবারের সঙ্গে ব্যবসায়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়
জানা যাচ্ছে, গত মে মাসে থানে জেলার বদলাপুর এলাকায় বসবাসকারী ওই ব্যবসায়ীর কাছে উত্তর-পূর্ব ভারত থেকে এক ব্যক্তি যোগাযোগ করেন। তাঁর সেখানে জমি রয়েছে এবং সেই জমিতে বাঁশ চাষ হয়। সেই সংক্রান্ত কথাবার্তা বলার জন্যই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ডেকেছিল। সেইমতো গত ২৮ মে ডিমাপুর পৌঁছেছিলেন সে। পরিবার সূত্রে খবর, ডিমাপুরে পৌঁছানোর পরই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।
নাগাল্যান্ড থেকে উদ্ধার ব্যবসায়ী
সেই কারণে পরিবারের তরফ থেকে ৭ জুন পার্কসাইট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরমধ্যেই অপহরণকারীরা মুক্তিপণে জন্য ফোন করেছিল। তদন্তে নেমে ঘাটকোপার ইউনিটের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দিনকয়েক আগেই নাগা্ল্যান্ডে রওনা দেন। তারপরই আটক করা হয় অভিযুক্তদের। বৃদ্ধকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।