Lion (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৩ জুন: সিংহ (Lion Kills Businessman) ছিঁড়ে খেল ব্যবসায়ীকে। রাতে শৌচাগার ব্যবহারের সময় সিংহ (Lion)  ছিঁড়ে খায় ওই ব্যবসায়ীকে। ব্রেন্ড কেবল নামের ওই ব্যবসায়ীর উপর ঝাঁপিয়ে পড়ে যেভাবে .তাঁর উপর হামলা চালায় সিংহ, সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে হইচই। শুক্রবার অর্থাৎ ৩০ মে নামিবিয়ার (Namibia) হোনেইব স্কেলিটন কোস্টে ছুটি কাটাচ্ছিলেন  ব্রেন্ড কেবল নামের ওই ব্যবসায়ী। পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ভালই চলছিল ছুটির মরশুম। ৩০ মে রাতে ব্রেন্ড কেবল শৌচাগার ব্যবহারের জন্য রাতে ওঠেন। তিনি তাবুর বাইরে বেরোলে সিংহ তাঁকে ছিঁড়ে খায় বলে খবর। চিৎকার শুনে সেখানে হাজির প্রত্যেকে ছুটে যান। তাঁরা সিংহ তাড়িয়ে দেন ঠিকই কিন্তু ব্রেন্ড কেবলের প্রাণ বাঁচাতে পারেননি।

নামিবিয়ার একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ব্রেন্ড কেবল। ব্যবসার পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ এবং তাদের নিয়ে নিরন্তর কাজ করে যান ব্রেন্ড। কিন্তু পরিবার এবং বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে গেলেই ব্রেন্ডের উপর সিংহ ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে প্রাণে মেরে ফেলে বলে খবর।

আরও পড়ুন: Lion Killed Girl Video: লোকালয়ে ঢুকে কিশোরীকে টেনে নিয়ে গেল মানুষ-খেকো সিংহ, ছিঁড়ে, খুবলে খেল দেহ, ভাইরাল ভিডিয়ো

এই ব্যবসায়ীকে কার্যত ছিঁড়ে খায় সিংহ...

 

নামিবিয়ার যে অংশে ওই ভয়াবহ ঘটনা ঘটে, সেই জায়গা পর্যটকদের দিয়ে বোঝাই থাকে। পাহাড়, জঙ্গলে ঘেরা হোনেইব স্কেলিটন কোস্ট তাই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় এলাকা হিসেবে পরিচিত। সেই হোনেইব স্কেলিটন কোস্টে ছুটি কাটাতে গিয়ে তাবুর ভিতর থেকে বের হতেই ব্যবসায়ীকে মেরে ফেলে জঙ্গল থেকে ছুটে আসা সিংহ।