Kajol In Kolkata (Photo Credit: ANI/X)

কলকাতা, ২২ মে: কলকাতায় (Kolkata) হাজির হয়ে এবার অপারেশন সিঁদূর (Operation Sindoor) নিয়ে মুখ খুললেন কাজল (Kajol)। অভিনেত্রী বলেন, 'আমি দেশের সেনা বাহিনীকে সম্মান করি।' দেশের জন্য ভারতের সেনা বাহিনী যা করছে, তার জন্য ধন্যবাদও জানান অভিনেত্রী।

পহেলগাম হামলার এক মাস পূর্ণ হল আজ অর্থাৎ ২২ মে। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। পহেলগামে পরিবারের সামনে ২৬ জনকে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। পহেলগাম হামলার কয়েকদিনের মধ্যেই অর্থাৎ ৭ মে শুরু হয় অপারেশন সিঁদূরে। সেনা বাহিনীর এই বিশেষ অপারেশন ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে।

পাক অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদূরের আঘাতে নিহত হয় পরপর ১০০ জঙ্গি। ভারত (India) যে সন্ত্রাসবাদকে কোনওভাবে বরদাস্ত করবে না, তা ভালভাবে বুঝিয়ে দেয় দিল্লি। আর এবার পহেলগাম হামলার এক মাস পূর্ণের মাথায় কলকাতায় হাজির হয়ে সেনা বাহিনীকে ধন্যবাদ জানান কাজল।

আরও পড়ুন: Kajol In Kolkata: নতুন ছবি ‘মা’-এর প্রচারে কলকাতায় কাজল, ছবির সাফল্য কামনা করে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে (দেখুন ভিডিও)

শুনুন কী বললেন অভিনেত্রী...

 

প্রসঙ্গত অপারেশন িসঁদূর নিয়ে কেন বলিউড তারকারা মুখ খুলছেন না, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। হাতে গোনা কয়েকজনকে বাদে অপারেশন সিঁদূর নিয়ে কাউকে তেমন মুখ খুলতে দেখা যায়নি বি টাউনে।

যা নিয়ে জোরদার সমালোচনা শুরু হলে এবার কলকাতায় নতুন ছবি মা-এর প্রচারে হাজির হয়ে সেনা বাহিনীকে ধন্যবাদ জানান কাজল।