আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় গতকাল পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। শহরের এক নামী হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ছবিটি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ এবং সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত, যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। চলচ্চিত্রের প্রচার ঘিরে শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। আগামী সপ্তাহেই মুক্তি পাবে কাজল অভিনীত নতুন ছবি ‘মা’-এর প্রচার ঝলক। মায়ের আশীর্বাদ নিতেই দক্ষিণেশ্বরে পুজো দিতে এলেন নায়িকা। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। পুজো দিয়ে বেরিয়ে সকলের সামনে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকলেন কাজল।

কাজল অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী মাসে। ছবিতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে, যার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং সন্তানকে ঘিরে তার আত্মত্যাগের কাহিনি আবর্তিত হয়েছে। পরিচালনায় রয়েছেন রেবতী। ছবির নির্মাতারা মনে করছেন, এ ধরনের গল্প সমসাময়িক বলিউডে বিরল এবং দর্শকদের আবেগে দাগ কাটবে। কলকাতার প্রচার পর্ব শেষে কাজল ছবির প্রচারে আরও কয়েকটি শহরে যাবেন বলে জানা গেছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)