মুম্বই, ১৬ মে: অপারেশন সিদূঁরের (Operation Sindoor) আঘাতে ভেঙে পড়েছে পাকিস্তানের (Pakistan) একাধিক জঙ্গি ঘাঁটি। লস্কর-ই-তইবা থেকে জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত (India)। অপারেশন সিদূঁরের আঘাত পাকিস্তান (Pakistan) যখন টলমল করছে, সেই সময় গোটা দেশের মানুষ এক হয়ে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে। এবার ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে প্রশংসা করলেন অনিল কাপুর (Anil Kapoor)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনিল কাপুর লেখেন, যা করার প্রয়োজন ছিল, তা হয়েছে। পরিবারের মধ্যে (গোটা দেশের কথা বুঝিয়েছেন) মত বিরোধ থাকতেই পারে কিন্তু দেশের কথা যখন আসে, তখনব সবাই এক হয়ে যান। ভারতীয় সেনা যেভাবে দেশকে রক্ষা করেছেন, তার ভূয়ষী প্রশংসা করেন অনিল কাপুর। এরপরই অনিল কাপুরকে বলতে শোনা যায়, ভারত কখনও ভোলে না। ভারত কখনও মাফ করে না বলেও নিজের পোস্টে মন্তব্য করেন অনিল কাপুর।
দেখুন কী লিখলেন অনিল কাপুর...
View this post on Instagram
অপারেশন সিদূঁরের পর যখন এক সপ্তাহ কেটে গিয়েছে, তার পর কি অনিল কাপুরের ঘুম ভাঙল বলে প্রশ্ন তোলেন অনেকে। সেই সঙ্গে কড়া কটাক্ষ করা হয় অভিনেতাকে। কেউ বলেন, অনিল খুব তাড়াতাড়ি মন্তব্য করে ফেলেছেন। কেউ আবার বলতে শুরু করেন, অনিল কাপুরের নিশ্চয়ই কোনও সিনেমা মুক্তি পেতে চলেছে। কেউ আবার বলেন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের জন্যই এতদিন পর অনিল কাপুরের ঘুম ভেঙেছে। সবকিছু মিলিয়ে অপারেশন সিদূঁর নিয়ে অনিল কাপুরের পোস্ট সামনে আসতেই তা নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যায়।
প্রসঙ্গত অপারেশন সিঁদূর নিয়ে কেন বলিউডের খানরা চুপ করে রয়েছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। কেউ বলতে শুরু করেন, গোটা বলিউড চুপ করে রয়েছে, কয়েকজন বাদে। ফলে বলিউডকে বয়কট করা হোক বলেও দাবি করেন অনেকে। এসবের মাঝেই এবার অনিল কাপুরের পোস্ট নিয়ে ফের জলঘোলা শুরু হয়েছে সোশ্যাইল সাইটে।