joint operation by Indian Army (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সন্ত্রাসবাদী কার্যকলাপের (Terrorism) বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে চলেছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) -সহ ভারতের একধিক জায়গায় চলছে অভিযান। কোথাও কোথাও যৌথ অভিযানে নামছে সেনা। চলছে তল্লাশি। এবার জম্মু কাশ্মীরের শোপিয়ানে অভিযান চালিয়ে দুই জঙ্গি সহকারীকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, সোমবার শোপিয়ানের ডি কে পোরার এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর ৩৪আরআর এসওজি শোপিয়ান এবং সিআরপিএফ ১৭৮ ব্যাটালিয়ন। এই যৌথ অভিযানে দুই সন্ত্রাসী সহযোগী আটক হয়েছে। তাদের থেকে দু'টি পিস্তল, চারটি গ্রেনেড, ৪৩টি রাউন্ড এবং বেশকিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ওই দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে শোপিয়ান পুলিশ।

জম্মু কাশ্মীরে ফের অভিযান চালাল ভারিতীয় সেনা

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পরই, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করে ভারত সরকার। এরপর 'অপারেশন সিঁদুর' অভিযানের দ্বারা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯ টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে জম্মু কাশ্মীরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পাইনের জঙ্গলে শুরু হয় তল্লাশি। প্রায় লাগাতার এই অভিযানে নামছে ভারতীয় সেনা। কোথাও নিকেশ হচ্ছে জঙ্গি কোথাও আবার ধরা পড়ছে জঙ্গি সহযোগী। তাদের থেকে উদ্ধার হচ্ছে পিস্তল, গ্রেনেড-সহ একাধিক বিস্ফোরক।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাগাতার অভিযান, ফের উপত্যকা থেকে আটক ২ জঙ্গি সহযোগী