Rajnath Singh (Photo Credit: NAI/X)

দিল্লি, ১৬ মে: ভূজের (Bhuj Airbase) বায়ুসেনা ঘাঁটিতে হাজির হয়ে ফের পাকিস্তানকে (Pakistan)  জোরদার কটাক্ষ করলেন রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে অর্থ আইএমএফের তরফে পাকিস্তানকে দেওয়া হচ্ছে, তার ১৪ কোটি জঙ্গিখাতে খরচ করবে পাকিস্তান। তাই পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে যাতে আইএমএফ আরও বেশি করে ভাবনাচিন্তা করে, সে বিষয়ে মন্তব্য করেন রাজনাথ সিং।

সম্প্রতি পাকিস্তানেরপ্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Shehbaz Sharif) বলেন, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের যে ঘাঁটিগুলি ভেঙে দেওয়া হয়েছে, সেগুলি পুনর্গঠন করা হবে। অর্থাৎ জঙ্গিখাতে ফের দেদার খরচ করবে পাকিস্তান। আইএমএফের কাছ থেকে নেওয়া অর্থেই পাকিস্তান জঙ্গি ঘাঁটিগুলিকে আবার গড়ে তুলবে। তাই পাকিস্তানকে ঋষণ দেওয়ার আগে আইএমএফ যাতে আরও ভেবে দেখে, সে বিষয়ে আবেদন করেন রাজনাথ সিং।

পাশাপাশি পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করা মানেই, সন্ত্রাসবাদের হাত শক্ত করা। সন্ত্রাসের ঘাঁটিগুলিকে নতুন করে তৈরি করতেই পাকিস্তান সাহায্যের অর্থ কাজে লাগায় বলেও কড়া তোপ দাগেন রাজনাথ সিং।

শুনুন কী বললেন রাজনাথ সিং...

 

গত ৭ মে অপারেশন সিঁদূর শুরু করে ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। যার মধ্যে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মত ঘাঁটি রয়েছে।

অপারেশন সিঁদূরের পর সীমান্ত লক্ষ্য করে ভারতে হামলা চালানোর চেষ্টা চালায় পাক সেনা। একের পর এক ড্রোন ছুঁড়ে ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলিকে নিশানা করার চেষ্টা চালানো হয়। তবে ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পাকিস্তানি ড্রোনকে আকাশেই বিনষ্ট করে দেয়। সেই সঙ্গে ফের পাকিস্তানের মাটিতে ঝুকে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করে দেয় ভারত।

আরও পড়ুন: Rajnath Singh: 'মাত্র ২৩ মিনিটে শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন ভারতের বীর জওয়ানরা', ভূজে হাজির হয়ে বললেন 'গর্বিত' রাজনাথ

ভারতের জওয়ানরা একের পর এক পাক বিমান ঘাঁটির কোমর ভেঙে দেয়। এরপরই অস্ত্র বিরতির জন্য উঠে পড়ে লাগে পাকিস্তান। যার জেরে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের মাঝে অস্ত্র বিরতি সম্পন্ন হয়।

তবে অপারেশন সিঁদূর স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তান বা পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলি হামলা চালালে ফের তা গুঁড়িয়ে দেওয়া হবে বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।