Rajnath Singh (Photo Credit: NAI/X)

দিল্লি, ১৬ মে: শুক্রবার ভূজের (Bhuj Airbase)  বায়ুসেনা ঘাঁটিতে হাজির হন রাজনাথ সিং (Rajnath Singh)। ভূজে হাজির হয়ে বায়ুসেনার জওয়ানদের মনোবল বৃদ্ধি করেন রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'জিতনি দের মে নাস্তা পানি হোতা হ্যায়, উতনি দের মে আপনি দুসমানো কো নিপাট দিয়া।' অর্থাৎ 'যেটুকু সময়ে আমরা প্রাতঃরাশ সারি, ঠিক ওই সময়ের মধ্যে শত্রুদের বিনষ্ট করেছি আমরা।'

মাত্র ২৩ মিনিটে যেভাবে জঙ্গি ঘাঁটি বিনষ্ট করে দেওয়া হয়েছে, তা প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Pakistan Offers Dialogue With India: বন্ধ সিন্ধুর জল, এবার ভারতের পায়ে পড়ল পাকিস্তান, 'শান্তি চাই' বলে আবেদন শেহবাজ়ের

ভারতীয় বায়ুসেনাকে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আলোচনা করছেন। ভারতের আকাশ বীররা যেভাবে জঙ্গিদের উচিত শিক্ষা দিয়েছেন, তা অত্যন্ত গর্বের বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।

প্রসঙ্গত গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটিকে গত সপ্তাহে নিশানা করে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে একের পর এক পাক ড্রোন উড়ে আসতে শুরু করে ভূজ বিমান ঘাঁটি লক্ষ্য করে। তবে ভারতের সক্রিয়া এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পাক ড্রোন ধ্বংস করে দেয় আকাশেই। ফলে ভূজ অক্ষত রয়েছে। আর এবার ভূজ বিমান ঘাঁটিতে হাজির হয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন রাজনাথ সিং।

ভূজের বিমান গাঁটিতে হাজির হয়ে ভারত মাতা কী জয় বলে জওয়ানদের সঙ্গে স্লোগান দিতে দেখা যায় রাজনাথ সিংকে...