
দিল্লি, ১৬ মে: শান্তির জন্য প্রস্তুত পাকিস্তান (Pakistan)। আর তাই ভারতের (India) সঙ্গে আলোচনা চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Shehbaz Sharif)। বৃহস্পতিবার শেহবাজ় শরিফ ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দেন। বৃহস্পতিবার পাক পাঞ্জাব প্রদেশের কামরা বিয়াুসেনা ঘাঁটিতে হাজির হন শেহবাজ় শরিফ। সেখানে পাকিস্তানের বায়ুসেনা কর্মী এবং অফিসারদের সঙ্গে কথা বলেন শেহবাজ়। আর সেখানেই ভারতের সঙ্গে পাকিস্তান শান্তি আলোচনায় প্রস্তুত বলে জানান পাক প্রধানমন্ত্রী। তবে ভারতের সঙ্গে শান্তি আলোচনায় যদি পাকিস্তান বসে, তাহলে সেখানে কাশ্মীর ইস্যু থাকবে বলেও জানান শেহবাজ় শরিফ।
প্রসঙ্গত কামরা বায়ুসেনা ঘাঁটিতে যখন শেহবাজ় যান, তাঁর সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, সেনা প্রধান অসীম মুনিররা।
ইতিমধ্যেই ভারতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, জম্মু কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। তাই কাশ্মীর ইস্যু নিয়ে কোনও আলোচনা হতে পারে না বলে স্পষ্ট জানানো হয়। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আলোচনায় দিল্লি বসলে সেখানে শুধুমাত্র দুটি বিষয় নিয়ে কথা হবে। একটি সন্ত্রাসবাদ এবং দ্বিতীয়টি পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এই দুটি ইস্যু ব্যাতীত পাকিস্তানের সঙ্গে ভারতের আর কোনও আলোচনা বা কথা থাকতে পারে না বলে দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে।
এদিকে ভারত সিন্ধু চুক্তি (Indus Water Treaty) স্থগিতই রাখছে বলে জানানো হয়েছে। পাকিস্তানে জল সঙ্কট যতই তীব্র হোক না কেন, সন্ত্রাসের সঙ্গে কোনও সিন্ধু চুক্তি চলতে পারে না বলে জানানো হয়েছে। ফলে গত সোমবার পাক জল মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয় দিল্লিতে। সিন্ধু চুক্তি নিয়ে ভারত যাতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে, সে বিষয়ে আবেদন জানানো হয়। তবে তা সম্পূর্ণভাবে খারিজ করে দেয় দিল্লি। যে কথা বৃহস্পতিবার শোনা যায় বিদেশমন্ত্রী জয়শঙ্করের মুখেও।