
দিল্লি, ১৫ মে: সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্থগিতই থাকবে। যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত কোনওভাবে সিন্ধু চুক্তির পুনর্নবীকরণ করা হবে না। সিন্ধু চুক্তি স্থগিতই থাকবে। কোনওভাবে এই চুক্তির পুর্নবীকরণ হবে না বলে স্পষ্ট জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এসেবর পাশাপাশি জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ভারত কোনও ধরনের আলোচনায় বসবে না। তবে কাশ্মীরের যে অংশ পাকিস্তান জোর করে দখল করে রয়েছে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) নিয়েই শুধু কথা হতে পারে। বাদবাকি আর কোনও বিষয় ভারত (India), পাকিস্তানের সময় আলোচনার জন্য থাকতে পারে না বলে স্পষ্ট জানান বিদেশমন্ত্রী।
প্রসঙ্গত সিন্ধু চুক্তি স্থগিত বলে পাকিস্তানের (Pakistan) দিকে গড়াতে পারছে না জল। ফলে খারিফ শষ্যের মরশুমে পাহাড় প্রমাণ চাপে পড়েছেন সে দেশের কৃষকরা। যার জেরে শেহবাজ় শরিফ সরকারের উপর ক্রমাগত চাপ পড়ছে। ফলে পাকিস্তানের জল মন্ত্রক থেকে দিল্লিকে চিঠি লেখা হয়। ভারত যাতে সিন্ধু চুক্তির বিষয়চি নতুন করে খতিয়ে দেখে এবং তাদের সঙ্গে আলোচনায় বসে, সে বিষয়ে আবেদন জানানো হয় ইসলামাবাদের তরফে।
যার উত্তর বৃহস্পতিবার স্পষ্টভাবে দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের আলোচনায় ভারত বসবে না বলে জানানো হয়।
পহেলগামের বৈসরণ ভ্যালিতে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা। পহেলগামের ঘটবনার পরপরই পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করে ভারত। যার প্রথম অংশেই ছিল সিন্ধু চুক্তি স্থগিতের পালা।