Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
4 hours ago

Mamata Banerjee On Baghbazar Fire: সকলকে বাড়ি বানিয়ে দেবে কলকাতা কর্পোরেশন, আশ্বাস মমতার

Videos Sarmita Bhattacharjee | Jan 15, 2021 01:06 PM IST
A+
A-

আগুনের লেলিহান শিখা সংক্রান্তির সকালে বাগবাজারের হাজার হাত বস্তির বাসিন্দাদের পথে বসিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁকে দেখেই সব হারানো মানুষগুলো পুলশের নিরাপত্তারব্যারিকেড অগ্রাহ্য করে অভাব অভিযোগ জানাতে ছুটে আসে। বস্তিবাসীদের আশ্বাস দিয়ে মমতা ব্যানার্জি বলেন, “যতক্ষণ না পুনর্বাসন হচ্ছে ততক্ষণ ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। অন্ন বস্ত্র বাসস্থানের যথাযোগ্য ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় জামাকাপড়, কম্বলও দিতে হবে পুরুষ-মহিলা সকলকেই। আমরা ক্ষয়ক্ষতি বুঝে নিয়ে প্রত্যেককে যার যে জায়গা তাকে সেই জায়গায় থাকার বন্দোবস্ত করে দেবো। ভরসা রাখুন, আপনারা বিপদে পড়েছেন, আমরা পাশে আছি।” তিনি আরও বলেন এবার নিরাশ্রয় মানুষগুলোর জন্য চাল, ডাল, আলু, বিস্কুটের পর্যাপ্ত বন্দোবস্ত করা হবে। আগে কাজ ছিল আগুন নেভানো। তারপর প্রত্যেকের থাকার বন্দোবস্ত করা। আজকে পরিষ্কার হবে এই জায়গা। আমি আশ্বাস দিচ্ছি সকলকে বাড়ি বানিয়ে দেবে কলকাতা কর্পোরেশন। এ বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে শশী পাঁজা ও ফিরহাদ হাকিমকে প্রয়োজনীয় নির্দেশও দেন মমতা ব্যানার্জি।

RELATED VIDEOS