Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
52 seconds ago

Mamata Banerjee Leads Roadshow In Wheelchair: ঐতিহাসিক রোড-শো, হুইলচেয়ারে বসে নির্বাচনী প্রচার মমতা ব্যানার্জির

Videos Sarmita Bhattacharjee | Mar 15, 2021 12:38 PM IST
A+
A-

'নন্দীগ্রাম দিবস'-র দিনে রাজনীতির পাতায় ইতিহাস রচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। হুইলচেয়ারে বসে মেয়ো রোড থেকে গান্ধি মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিলেন মমতা ব্যানার্জি। রোড-শো করার আগে টুইট করেন মাননীয়া। তিনি টুইটে লিখেছেন, "আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করব। আমার পায়ে খুব ব্যাথা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি ব্যাথা রয়েছে রাজ্যের মানুষের জন্য।" বিশেষ জুতো পায়ে এবং হুইল চেয়ারে বসে মমতা ব্যানার্জি যোগ দেন মিছিলে, মেয়ো রোড থেকে ৫ কিলোমিটার পথ হুইলচেয়ারে বসেই করলেন নির্বাচনী প্রচার। নন্দীগ্রাম ঘটনার পুনরাবৃত্তি রুখতে মিছিলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মমতা ব্যানার্জির সামনে পিছনে ৫০মিটারের জায়গা ছেড়ে রাখা হয়। মমতা ব্যানার্জির এক দেহরক্ষী হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছিলেন, মমতা ব্যানার্জি হাত জোড় করে এগিয়ে চলেছেন হুইলচেয়ারে বসেই। নন্দীগ্রামে গুরুতর আহত হওয়ার পর এই প্রথম রোড-শো করলেন মমতা ব্য়ানার্জি।

RELATED VIDEOS