Election commission of India (Photo Credits: X)

নয়াদিল্লিঃ নির্বাচনে (Election) কারচুপির ঘটনা নতুন নয়। আর ভুয়ো ভোটার নিয়ে শোরগোল লেগেই থাকে। আর এবার এই ব্যাপারেই নড়েচরে বসল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission )। এবার নয়া তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে নির্বচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রতি দু'ঘণ্টা অন্তর  প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ইসিআইএনইটি-তে গিয়ে প্রতি দু'ঘণ্টা অন্তর ভোটদানের হার চেক করতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু পোলিং এজেন্টদেরও ১৭সি ফর্ম দেওয়া হবে।

বাংলা, বিহারের ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পরই ভোটদানের হার নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। যা নিয়ে এখনও রাজনৈতিক তরজা চলছে। এরই মাঝে সামনেই বাংলা, বিহার-সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে স্বচ্ছতা বজায় থাকবে বলে মত বিভিন্ন মহলের।

এবার নির্বাচন চলাকালীন দেখা যাবে ভোটদানের হার, বাংলার ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের