Close
Advertisement
 
বুধবার, ডিসেম্বর 25, 2024
সর্বশেষ গল্প
13 seconds ago

Lion Enters Hotel Compound In Junagadh: হোটেলের অন্দরে সিংহী, ভয়ে কাঁপছেন পর্যটকেরা

ভাইরাল Sarmita Bhattacharjee | Feb 11, 2021 04:43 PM IST
A+
A-

৮ ফেব্রুয়ারি জুনাগড় শহরের সরোবর পোর্টিকো হোটেল অনাগত অতিথির আগমণে কেঁপে ওঠে। গিরনার জঙ্গল থেকে বেরিয়ে এসে হোটেলের মেন গেটের ভিতর দাঁড়িয়ে রয়েছে এক সিংহী। হোটেলের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। মেন গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে সিংহী, দেওয়াল টপকে একেবারে হোটেলের ভিতর ঢুকে পড়ে সে। ৮ ফেব্রুয়ারি ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। হোটেলের মেন গেট দিয়ে ঢুকে সোজা নিরাপত্তারক্ষীকে উপেক্ষা করেই পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল সিংহীটি। তবে আপন খেয়ালে হোটেলের মধ্যে ঘুরে বেরিয়ে ১ মিনিটের মধ্যেই হোটেল ছাড়ে সিংহীটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। গিরনার পাহাড়ের কোলে অবস্থিত জুনাগড় গির সংরক্ষিত অরণ্যের একেবারে সংলগ্ন। সিংহ সংরক্ষিত হয় এই জঙ্গলে, যেখানে গত কয়েক বছরে সিংহের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০১৯ সালে তৈরি হয়েছিল এই হোটেলটি, জুনাগড় শহরে একেবারে স্টেশনের কাছে ব্যস্ত রাস্তার পাশে তৈরি এই হোটেলটি। হোটেলের ভিতরে সিংহীর উপস্থিতি নজরে আসতেই খবর দেওয়া হয় বনদফতরে। ভিডিওটিতে দেখা গিয়েছে সিংহি নিচু গেট লাফ দিয়ে পেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে।

RELATED VIDEOS