Air India Flight (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৩ জুন: পাওয়া গেল অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স (Black Box)। মেঘানিনগরের যে মেডিকেল হস্টেলের উপর এয়ার ইন্ডিয়ার (Air India Flight AI171) বিমানটি ভেঙে পড়ে, সেই বহুতলের ছাদে অবশেষে ব্ল্যাক বক্সের হদিশ মেলে। এই ব্ল্যাক বক্স থেকেই সমস্ত রহস্যের সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। ব্ল্যাক বক্সের কোঁজ মিললেই, কী কারণে বিমানের দুর্ঘটনা ঘটে, তা আন্দাজ করা যাবে।  পাখির ধাক্কা না ইঞ্জিন বিকল না বিমানের দুটি ইঞ্জিই বিকল হয়ে যায়, তার সমস্ত খোঁজ এই ব্ল্যাক বক্স থেকে মিলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাডউইকের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং  AI171। রানওয়ে থেকে ওড়ার মাত্র ৫ মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে বিজে মেডিকেল হস্টেলের মাথায় গিয়ে। ফলে যে ২৪২ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার উড়ে যাচ্ছিল, তাঁদের জীবনের সমাপতন হয়। ড্রিমলাইনারের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। মাত্র একজন প্রাণে বেঁচে যান। এয়ার ইন্ডিয়ার বিমানের ১১ এ আসনে বসেছিলেন ওই যাত্রী। ইকোনমি ক্লাসের ওই আসনটিই শেষ পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীর প্রাণ রক্ষা করে।

আরও পড়ুন: Air India Flight AI171 Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে মৃত ১৩৩? শিউরে উঠলেন কাজল

মেডিকেল হস্টেলের ছাদে মেলে এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স...

 

এয়ার ইন্ডিয়ার বিমানের জীবিত যাত্রীর সঙ্গে দেখা করতে শুক্রবার আহমেদাবাদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজে মেডিকেল হস্টেলে যখন বিমানটি ভেঙে পড়ে, সেখানকার আহতদের সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রায় ২০ মিনিট তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালে ছিলেন। আহমেদাবাদ সিভিল হাসপাতালে থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন।

ভয়াবহ দুর্ঘটনার পর পড়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান...

 

সেই সঙ্গে  বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকার সব সময় রয়েছে। গুজরাট সরকারকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলে স্পষ্ট জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।