Plane Crash In Gujarat (Photo Credit: X/ANI)

ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে আহমেদাবাদের (Ahmedabad) মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI171 নামের একটি বিমান (Air India Flight AI171 Plane Crash)। লন্ডনগামী বিমানটি ওড়ার পরপরই সেটি ব্যাপক বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর জনবহুল এলাকার মাঝে বিমানটি ভেঙে পড়ে। ফলে একটি বহুতল কার্যত পুড়ে জ্বলে যায়। সেই সঙ্গে ভেঙে পড়ারপরপরই বিমানটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ২৪২ জন যাত্রীকে নিয়ে বিমানটি ভেঙে পড়তেই উড়ানের ভিতরে থাকা যাত্রী এবং কর্মীদের মধ্যে ঠিক কতজন বেঁচে রয়েছেন, সে বিষয়ে এখনও সঠিক কোনও খবর মেলেনি। তবে বিমান বেঙে পড়ার পরই বেঁচে থাকা যাত্রীদের আহত অবস্থায় তুলে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। যে কজনের প্রাণ রক্ষা করা যায়, তার চেষ্টাই শুরু করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: Air India Flight AI171 Plane Crash: ওড়ার পরই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, দাউ দাউ করে জ্বলে উঠল আগুন; দেখুন ঠিক সেই সময়ের ভিডিয়ো

দেখুন বিমান ভেঙে পড়তেই কী পরিস্থিতি ওই বহুতলগুলিতে...