
আহমেদাবাদ, ১২ জুন: আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) মেঘানিনগরে ভেঙে পড়েছে বিমান। রিপোর্টে প্রকাশ, ২৩০ জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে উড়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) একটি বিমান। টেক অফের অর্থাৎ ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি মেঘানিনগরের জনবহুল জায়গায় ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়তেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়ে, সেখানে ১৬৯ জন ভারতীয় ছিলেন। সেই সঙ্গে ৫৩ দন ছিলেন ব্রিটিশ নাগরিক। পর্তুগিজ়ও ছিলেন বেশ কয়েকজন।
ভেঙে পড়ার আগে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে বিদেশি যাত্রীরাও ছিলেন। ফলে ভারতে ব্রিটেনের যে দূতাবাস রয়েছে, সেখানকার তরফে খোলা হয়েছে হেল্প লাইন নম্বর। সেই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমেরও বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। ওই বিমানে যে ব্রিটিশ নাগরিকরা ছিলেন, তাঁদের সম্পর্কে সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান কেইর স্টারমের।
আরও পড়ুন: Ahmedabad Plane Crash: ওড়ার পরই ভেঙে পড়ল যাত্রীবাহি বিমান, আহমেদাবাদের মেঘানিনগর যেন 'মৃত্যুপুরী'
দেখুন কীভাবে উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল...
Three teams of National Disaster Response Force (NDRF) are working at the plane crash site in Ahmedabad
A total of three more teams are being moved from Vadodara: NDRF
(source: NDRF) pic.twitter.com/8yncGwv1Cn
— ANI (@ANI) June 12, 2025
এদিকে বিমান ভেঙে পড়তেই শুরুহয় উদ্ধার কাজ। জীবিতদের নিয়ে যেমন হাসপাতালে দৌঁড়য় উদ্ধারকারী দল, তেমনি মৃতদেহ খোঁজা হচ্ছে তন্ন তন্ন করে। কোথায় কীভাবে কার মৃত্যু হয়েছে, তা নিয়ে চলছে খোঁজ।
বিমান ভেঙে পড়ার পর বিপর্যয় মোকাবিলাকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। একের পর এক মৃতদেহ উদ্ধার করে সেগুলি নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল।