
আহমেদবাদ, ১২ জুন: এয়ার ইন্ডিয়ার (Air India Flight AI171 Plane Crash) যাত্রীবাহি বিমান গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad Plane Crash) ভেঙে পড়তেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। AI171 নামে এয়ার ইন্ডিয়ার যে লন্ডনগামী বিমানটি ভেঙে পড়ে, সেখানে ১৬৯ জন ভারতীয় ছিলেন। সেই সঙ্গে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানা যাচ্ছে। ফলে বিমান ভেঙে পড়ার পর ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং তাঁরা ভারত না ব্রিটেনের নাগরিক, তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। ভারতীয় (Indian), ব্রিটিশ (British) নাগরিকদের পাশাপাশি ৭ জন পর্তুগিজ় নাগরিক ছিলেন বলে জানা যায়। ফলে এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিম লাইনার ভেঙে পড়তেই, শুরু হয় উদ্ধার কাজ। যতজনকে উদ্ধার করা হয়, তাঁদের সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে।
দেখুন কীভাবে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে...
#WATCH | Gujarat: The nose area of the ill-fated London-bound Air India aircraft crashed into a building in Ahmedabad. Visuals from the spot.
Air India B787 Aircraft VT-ANB, while operating flight AI-171 from (Ahmedabad to London Gatwick) crashed immediately after takeoff from… pic.twitter.com/B3rzuaNTEP
— ANI (@ANI) June 12, 2025
রিপোর্টে প্রকাশ, এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে বিমান কর্মী ছিলেন ১০ জন। কী কারণে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনারটি ভেঙে পড়ে, সেই কারণ এখনও অজানা।
বৃহস্পতিবার দুপুর ১.৩৮ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। মেঘানিনগরের জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়ে আচমকা। ফলে বিমান ভেঙে পড়তেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ফলে পৌঁছে যায় একের পর এক দমকল ইঞ্জিন। ড্রিমলাইনারের কোনও যাত্রী বেঁচে রয়েছেন কি না, তা খুঁজে বের করে চলে তাঁদের হাসপাতালে ভর্তির কাজ। তবে ঠিক কতজনের প্রাণবায়ু এখনও চলছে, তা এখনও কেউ নিশ্চিত নয়।
এয়ার ইন্ডিয়ার বিমানটি যেভাবে ভেঙে পড়ে পুড়ে ছাই হয়ে যায়, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।