former CM Vijay Rupani Last Rites (Photo Credit: X@ANI)

আজ (১৬ জুন, সোমবার) রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani)। আমেদাবাদে (Ahmedabad) ভয়াবহ বিমান দুর্ঘটনার তিনদিন পর ডিএনএ পরীক্ষার (DNA Test) মাধ্যমে রূপাণির দেহ শনাক্ত করা হয়েছে। রবিবার সকাল ১১.১০টার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিজনদের কাছে আসে ডিএনএ পরীক্ষার ফলাফল।

আজ সকালে তাঁর দেহ একটি চার্টার্ড বিমানে আমেদাবাদ থেকে রাজকোট নিয়ে আসা হবে। ইতিমধ্যেই সরকারের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃতদেহের উপরে দেওয়ার জন্য ত্রিবর্ণরঞ্জিত পতাকা পৌছে গেছে আহমেদাবাদের সিভিল হাসপাতালের মর্গে। সকাল ১১.৩০ মিনিটে, তার পরিবার হাসপাতাল থেকে তার মৃতদেহ গ্রহণ করবে এবং  মরদেহ বিমানে রাজকোটে নিয়ে যাওয়া হবে দুপুর ২টা নাগাদ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল ৫টায় শেষকৃত্য সম্পন্ন হবে।

 

  গুজরাট সরকারের তরফে আজ গুজরাতে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর মৃত্যুতে একদিনের জাতীয় শোকপালন হবে।

শববাহী শকটে প্রায় ২০০০ কেজি ফুল দিয়ে সেটিকে সাজানো হবে। শেষ যাত্রার প্রস্তুতি চলছেঃ

প্রসঙ্গত, ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (এআই১৭১) বিমান আমেদাবাদ বিমানবন্দর (Ahmedabad Airport) থেকে টেক অফ করার কয়েক মুহূর্ত পড়েই ক্র্যাশ করে। বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপাণি সহ ২৪২ ছিলেন। একজন বাদে বাকি সবারই মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।