
আহমেদাবাদ, ১২ জুন: আহমেদাবাদ থেকে লন্ডনের গাটউইকের দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ( Air India Flight AI171 Plane Crash) একটি বিমান। গুজরাটের মেঘানিনগরের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়া বিমানে ২৪২ জনের মত যাত্রী ছিলেন। ফলে ওই ২৪২ জনের মধ্যে ঠিক কতজন বেঁচে রয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বিমানটি ভেঙে পড়ে একেবারে জনবহুল এলাকায়। ফলে ওই অঞ্চলে থাকা বেশ কিছু গাড়িতে যেমন আগুন লেগে যায়, তেমনি একটি বাড়িতেও লেগে যায় আগুন।
ভয়াবহভাবে বিমানটি ভেঙে পড়তেই সেখানে প্রবল বিস্ফোরণ হয়। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমান যে ২৪২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ১২ জন ছিলেন বিমান কর্মী। ফলে চালক-সহ বিমানের কোনও কর্মী বেঁচে রয়েছেন কি না, সে বিষয়েও চলছে জোরদার খোঁজ।
দেখুন বিমান ভেঙে পড়ার সেই ভিডিয়ো...
#WATCH | Smoke seen emanating from the site of the Air India plane crash in Gujarat's Ahmedabad pic.twitter.com/CiXx7l0HVv
— ANI (@ANI) June 12, 2025
দুর্ঘটনার পর পোস্ট করা হয় এয়ার ইন্ডিয়ার তরফে...
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on https://t.co/Fnw0ywg2Zt and on our X handle (https://t.co/Id1XFe9SfL).
-Air India…
— Air India (@airindia) June 12, 2025
বিমান ভেঙে পড়তেই সেখানে দমকলের কর্মীরা পৌঁছে যান। ফলে জলের ফোয়ারা করে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা। তবে পুড়ে যাওয়া বিমানের মধ্যে ঠিক কতজন বেঁচে রয়েছেন, সে বিষয়ে উঠছে প্রশ্ন। যে ধ্বংসাবশেষের ছবি উঠে আসে বিমান ভেঙে পড়ার পর, তা দেখে শিউরে উঠতে শুরু করেছেন মানুষ।
দেখুন বিমান ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়...
#WATCH | Debris at Air India plane crash site in Ahmedabad; Fire Services and other agencies present at the site pic.twitter.com/z9XsemwDnx
— ANI (@ANI) June 12, 2025