
আহমেদাবাদ, ১২ জুন: ফের বিমান দুর্ঘটনা (Plane Crash)। এবার ভয়াবহ বিমান দুর্ঘটবনার খবর এল গুজরাটের আহমেদাবাদ থেকে। রিপোর্টে প্রকাশ, এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহি বিমান ভেঙে পড়েছে। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহি ওই বিমানে ২৪২ জনের মত যাত্রী ছিলেন বলে খবর মিলছে। যেভাবে বিমানটি ভেঙে পড়ে, সেখানকার কোনও যাত্রী বেঁচে নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
দেখুন কীভাবে ধোঁয়া উড়ছে...
VIDEO | Ahmedabad: Smoke seen emanating from airport premises. More details are awaited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
(Source: Third Party) pic.twitter.com/qbO486KoEo
— Press Trust of India (@PTI_News) June 12, 2025
রিপোর্টে প্রকাশ, এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে, সেখানে ২৪২ যাত্রী ছিলেন। গুজরাটের স্টেট পুলিশ কন্ট্রোল রুমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ওই ২৪২ জনের মধ্যে কেউ বেঁচে রয়েছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
দেখুন কী জানা যাচ্ছে...
An Air India plane with 242 passengers onboard has crashed in Gujarat's Ahmedabad, confirms the State Police Control Room
More details awaited pic.twitter.com/RPAYU8KfUM
— ANI (@ANI) June 12, 2025
জানা যাচ্ছে, আন্তর্জাতিক বিমান বলে এয়ার ইন্ডিয়ার ওই উড়ানে প্রচুর জ্বালানি ছিল। ফলে উঁচু থেকে পড়ে যাওয়ায় সেটি ভেঙে পড়েনি। বিমানে প্রচুর জ্বালানি ছিল বলেই সেটি ভেঙে পড়েছে বলে প্রথামিকভাবে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আহমেদাবাদের মেঘানিনগরে বিমানটি যেভাবে জনবহুল এলাকার মাঝে ভেঙে পড়ে, তাতে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। যার জেরে ওই বিমানে থাকা যাত্রীদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।
বিমান দুর্ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। উদ্ধার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলে অমিত শাহের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।