Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 17, 2025
সর্বশেষ গল্প
4 hours ago

Kalpataru Utsav 2021: করোনা আবহে ১ জানুয়ারি কল্পতরু বাতিল দক্ষিণেশ্বরে, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

Videos Sarmita Bhattacharjee | Jan 01, 2021 10:01 AM IST
A+
A-

করোনা সংক্রমণের জের, বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির। প্রতিবছর ১ জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় ধুমধাম করে, জনস্রোতের দেখা মেলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। ১ জানুয়ারি দিনভার চলে পুজো, এবার করোনা সংক্রমণ ঠেকাতেই দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি, স্যানিটাইজ করে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব; যার জেরে অবশেষে বাতিল করা হল মন্দিরে পর্যটকদের প্রবেশ। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরির কথায়," ১ জানুয়ারি কল্পতরু উৎসব। এদিন প্রতি বছর প্রচুর মানুষ মন্দিরে আসেন। মন্দিরের সামনে থেকে বালি ব্রিজ পেরিয়ে উত্তরপাড়া, সিঁথির মোড়, কামারহাটি পর্যন্ত ভিড় হয় পুজো দেওয়ার। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বর মন্দির সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"এবার করোনা আবহে কাশীপুর উদ্যানবাটিতেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে। কল্পতরু উৎসব দেখা যাবে উদ্য়ানবাটীর নিজস্ব ওয়েবসাইটে।

RELATED VIDEOS