Covid 19 in India (Photo Credits: ANI)

দিল্লি, ১৮ ডিসেম্বর: শীতের মরশুমে যখন ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বরের প্রকোপ বাড়ছে, সেই সময় ফের কোভিডের হানা। এবার কোভিড ১৯-এর জেরে ভারতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে করোনায় নতুন করে ৩৩৫ জন আক্রান্ত। রবিবার ভারতে ৫ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর খবর মেলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। রবিবার যে ৫ জনের মৃত্যুর খবর মেলে, তার মধ্যে ৪ জন কেরলের। অন্য একজন উত্তরপ্রদেশের বলে খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই ডেটা প্রকাশ করা হলে, ত নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে যায়। প্রসঙ্গত কোভিডের একটি নয়া সাব ভ্যারিয়েন্ট ফের প্রকাশ্যে এসেছে। করোনার যে নব্য সাব ভ্যেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে, সেটি হল JN.1।

আরও পড়ুন: Covid 19: কিছু দেশের ষড়যন্ত্রের ফল করোনা ভাইরাস, বিস্ফোরক ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কোভিড রুখতে গোটা দেশে ২২০.৬৭ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা যাতে দেশের মানুষের মধ্যে নতুন করে থাবা বসাতে না পারে, তার জন্যই গোটা দেশ জুড়ে জরুরি ভিত্তিতে টিকারকরণ কর্মসূচি শুরু করা হয়।