COVID-19 Virus (Photo Credit: X)

নতুন দিল্লি, ২৬ মে: দেশে ক্রমশ ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। মাত্র দিন কয়েকের মধ্যেই দেশে কোভিডে (Covid-19) আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। এরই মধ্যে রাজস্থানের জয়পুরে (Jaipur) দু'জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। তাদের মধ্যে একজনকে রেলস্টেশনের কাছে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতালে ভর্তির পর তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে।

এরপর গতকাল, রবিবার তিনি মারা যান। জয়পুর রেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, সেই ব্যক্তিকে স্টেশনে অচৈতন্য উদ্ধার করে এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সেই ব্যক্তির করোনা ধরা পড়ে, এবং গতকাল, রবিবার তিনি মারা যান।

দেখুন খবরটি

টিবি রোগীর করোনায় মৃত্যু

এর পাশাপাশি জয়পুরে ২৬ বছরের টিবি রোগীর কোভিড রিপোর্ট পজেটিভ আসে, এবং তিনি এরপর মারা যান। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ায়। ১৯ মে দেশে করোনায় আক্রান্ত ছিলেন ২৫৭ জন। সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩২। দেশের সবচেয়ে বেশী আক্রান্ত কেরলে। কেরলে এখন কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩০ জন।

দেশে বাড়ছে করোনা

মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত অবস্থায় রয়েছেন ২০৯ ও দিল্লিতে ৯৯ জন। গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশেও বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্য়া। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে ও সিকিমেও ঢুকে পড়েছে করোনা।