Covid Update India, Representational Image (Photo Credits: X)

মুম্বই, ৩০মে: 'কোভিড (COVID 19) রোগীদের মেরে ফেল'। করোনা (Coronavirus) যখন বাড়ছে গোটা দেশ জুড়ে, সেই সময় এক চিকিৎসককে (Doctor) তাঁর সহযোগীদের এমন 'পরামর্শ' দিতে দেখা যায়। যেখানে ওই চিকিৎসক বলতে শুরু করেন, কোভিডে সংক্রমিতদের সংখ্যা ক্রমশ বাড়ছে। হাসপাতালে বেডের অর্থাৎ শয্যার অভাব রয়েছে। হাসপাতালে শয্যার অভাব মেটাতে তাই কোভিড আক্রান্ত রোগীদের মেরে ফেলা হোক। মহারাষ্ট্রের লাতুরে এমনই মন্তব্য করতে শোনা যায়, সরকারি হাসপাতালের এক চিকিৎসককে। যে অডিয়ো ক্লিপ বর্তমানে ভাইরাল হতে শুরু করেছে। লাতুরের (Latur) সরকারি হাসপাতালের চিকিৎসকের অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই ওই চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

আরও পড়ুন: Covid 19 Rise In India: কোভিড বাড়ছে ভারতে, কোন কোন উপসর্গ দেখলে সাবধান হবেন জানুন

যে অডিয়োটি ভাইরাল হয় সেখানে শোনা যায়, চিকিৎসক শশীকান্ত দেশপান্ডের গলা। শশীকান্ত দেশপান্ডে লাতুরের উদগীর সরকারি হাসপাতালের চিকিৎসক। কোভিডের সময় তাঁকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। লাতুরের কোভিড কেয়ার সেন্টারে থাকার সময় শশীকান্ত দেশপান্ডেকে বলতে শোনা যায়, কোভিড রোগীদের মেরে ফেলতে। সেই ক্লিপিংস ভাইরাল হতেই দায়ের করা হয় এফআইআর।

২০২১ সালে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে দেশে বাড়ছে, সেই সময় চিকিৎসক শশীকান্ত দেশপান্ডেকে ওই মন্তব্য করতে শোনা যায়। কৌসর ফাতিমা নামে এক আক্রান্তের কথা বলতে গিয়ে তাঁর মৃত্যু কামনা করেন শশীকান্ত। কৌসর ফাতিমা পরে কোভিড থেকে সেরে ওঠেন। তাঁর কথা বলতে গিয়ে শশীকান্ত যে মন্তব্য করেন, সেই অডিয়োই ছড়িয়ে পড়তে শুরু করেছে বর্তমানে।

শশীকান্ত বলেন, কাউকে ভিতরে ঢুকতে দিও না। ওই মহিলাকে মেরে ফেলো। এরপর চিকিৎসক ডাঙ্গে নামে আর একজনকে বলতে শোনা যায়, অক্সিজ়েন সাপোর্ট খুলে ফেলা হয়েছে।

পুলিশ চিকিৎসক দেশপান্ডের বিরুদ্ধে দায়ের করেছে অভিযোগ। সেই সঙ্গে তাঁর বিবৃতিও রেকর্ড করা হয়েছে।