
দিল্লি, ৩০ মে: সন্তর্পণে পা বাড়াচ্ছে কোভিড (COVID 19)। এশিয়ার বিভিন্ন দেশে যেমন কোভিড (Coronavirus) হানাদারি শুরু করেছে, ভারতেও (India) তেমনি একটু একটু করে এগোচ্ছে তার গতি। করোনার গতি বাড়ছে বলেই দেশের একাধিক হাসপাতালের বাইরে বেশি করে লাইন পড়ছে। ওপিডি ভরে যাচ্ছে বলে খবর।
কোন কোন উপসর্গ দেখলে কোভিডের পরীক্ষা করাবেন
সাধারণ জ্বর, সর্দি,কাশিই প্রাথমিক লক্ষণ কোভিডের। সেই সঙ্গে মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, শরীরে র্যাশ বেরোলেও তা কোভিডের উপসর্গ হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। সেই সঙ্গে খাবার বা অন্য জিনিসের গন্ধ যদি আপনার নাকে না যায়, তাহলে কোভিডে আক্রান্ত বলে মনে করতে পারেন। গন্ধ না পাওয়া, কোভিডের অন্যতম প্রাথমিক লক্ষণ বলে এবারও মনে করা হচ্ছে।
আরও পড়ুন: COVID 19: বাড়ছে কোভিডের কামড়, দিল্লিতে নতুন করে আক্রান্ত ৯৯ জন, উপসর্গ কী কী দেখুন
চিকিৎসকরা মনে করছেন, জ্বর, ইনফ্লুয়েঞ্জা কোভিডকে ডেকে আনছে। সেই সঙ্গে শ্বাসকষ্ট থাকছে। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট থাকলে, তা কোভিডের অন্যতম বড় লক্ষণ বলেই মনে করা হচ্ছে। যে কোনও ধরনের জ্বর থকেেই কোভিড হানা দিতে পারে। ফলে প্রত্যেকে সতর্ক থাকুন বলে চিকিৎসকদের তরফে সতর্ক করা হচ্ছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশ করা রিপোর্টের মাধ্যমে কোভিডের লক্ষণ বলে ধরা হচ্ছে। সেখানে জানানো হয়, হালকা জ্বর, গলা ভেঙে যাওয়া, শুকনো কাশি, নাক দিয়ে জল পড়া সঙ্গে নিয়ে হাজির হচ্ছে এবারের কোভিড। সেই সঙ্গে বমি বা খাবার ইচ্ছে না থাকাও কোভিডের লক্ষণ বলেই ধরা হচ্ছে।