COVID 19 (Photo Credit: X)

দিল্লি, ২৭ মে: কোভিড ১৯ (COVID 19) এর সংক্রমণ এবার এশিয়া (Asia) পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে (US) পাড়ি দিল নতুন করে। রিপোর্টে প্রকাশ, করোনা ভাইরাসের নয়া স্ট্রন বা প্রজাতি এবার থাবা বসিয়েছে মার্কিন মুলুকে। চিন থেকে উৎপত্তি হয়েছে, করোনা ভাইরাসের এমন একটি প্রজাতি সংক্রমিত হয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে। আর সেই প্রজাতির জেরে আমেরিকার নিউ ইয়র্ক, ওহিয়ো-সহ আরও বেশ কিছু প্রদেশে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। যা অত্যন্ত চিন্তার বিষয় বলেই মনে করছেন চিকিৎসকরা।

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, করোনা ভাইরাসের NB.1.81 নামে একটি প্রজাতি আমেরিকায় সংক্রমণ ছড়াচ্ছে। যার জেরে বেশ কিছু মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, করোনার যে প্রজাতির জন্য আমেরিকার বিভিন্ন প্রদেশে সংক্রমণ ছড়াচ্ছে, সেটির উৎপত্তি আদতে চিনে (China)। ফলে চিন থেকে সরাসরি এই ভাইরাস আপাতত আমেরিকায় সংক্রমণ ছড়াচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Covid 19 Cases In India: ধীর পায়ে হলেও বাড়ছে কোভিডের হানাদারি, ২৭ মে দেশ জুড়ে এক হাজারের বেশি আক্রান্ত, শীর্ষে কেরল

জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটটন স্টেট, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক বিমানবন্দরে  মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে যে যাত্রীরা হাজির হয়েছেন, তাঁদের কারও শরীর থেকেই এই প্রজাতি আমেরিকায় সংক্রমণ ঘটাতে শুরু করেছে।

বিশেষজ্ঞদের কথায়, করোনা ভাইরাসের যে প্রজাতিটি সংক্রমিত হচ্ছে,আর আক্রমণের হার অনেক বেশি। ফলে যে কোনও মুহূর্তে মানুষ করোনার চিনের এই প্রজাতির মাধ্যমে আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।

করোনার যে সংক্রমণ এতদিন ছড়াচ্ছিল, তা মূলত এশিয়ার বিভিন্ন দেশে। বিশেষ করে চিন, হংকং, থাইল্যান্ড এবং সিঙ্গপুরে। ভারতেও  বেশ কিছু সংক্রমণ দেখা দেয়। তবে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়।