
দিল্লি, ২৭ মে: কোভিড (Covid 19) কিন্তু বাড়ছে। ধীর গতিতে হলেও, কোভিড ১৯ এর প্রভাব বাড়ছে ভারতে (India)। মঙ্গলবার তেমনই রিপোর্ট প্রকাশ্যে এল। ২৭ মে কোভিড নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায়, এই মুহূর্তে গোটা ভারত জুড়ে ১০১০ আক্রান্ত রয়েছেন। যাঁদের মধ্যে বেশিরভাগই সক্রিয় বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে মঙ্গল সকালে এই রিপোর্ট প্রকাশ করা হয়। তবে এই মুহূর্তে আতঙ্ক করার কিছু নেই। কোভিড যেভাবে ধীর পায়ে এগোচ্ছে, তাতে ভারতে সংক্রমণ যে বেশি, তা এই মুহূর্তে না বলাই শ্রেয় বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Covid-19: রেলস্টেশনের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তির করোনায় মৃত্যু
কেরলে (Kerala) আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩৫। মহারাষ্ট্রে (Maharashtra) সংক্রমিত ১৫৩। দিল্লিতে আক্রান্ত ৯৯। গুজরাটে ৮৩ জন আক্রান্ত। কর্ণাটকে ৪৭, উত্তরপ্রদেশে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১২ জন কোভিডে আক্রান্ত বলে কেন্দ্রের প্রকাশ করা তথ্যের জেরে সামনে আসছে। ফলে কেরলে আক্রান্তের সংখ্যা যে বাড়ছে, সে বিষয়ে এক প্রকাশ নিশ্চিত।
বর্তমানে দক্ষিণপূর্ব এশিয়ায় কোভিড বাড়ছে। হংকং থেকে চিন কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দক্ষিণপূর্ব এশিয়ায় যেভাবে সংক্রমিতর সংখ্যা বাড়ছে, সেখানে নাম রয়েছে ভারতেরও। তবে সেই সংক্রমণ ধীর গতিতে হচ্ছে বলেই জানানো হয়েছে। ফলে ভয়ের কিছু নেই। সাধারণ সর্দি, কাশি, ঠাণ্ডা লাগাই আপাতত কোভিডের উপসর্গ বলে জানা যাচ্ছে।