Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 09, 2025
সর্বশেষ গল্প
8 minutes ago

Joe Biden Receives Coronavirus Vaccine: করোনা প্রতিষেধক নিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন

বিদেশ Sarmita Bhattacharjee | Dec 22, 2020 12:33 PM IST
A+
A-

সোমবার, ২১ ডিসেম্বর জনসমক্ষে করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন (US President Elect Joe Biden)। সংবাদ মাধ্যম হিল জানিয়েছে, জো বিডেনের এই টিকাকরণ টিভিতে দেখানো হয়েছে। যাতে প্রতিষেধকের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনও সন্দেহ না থাকে। ফাইজার বায়োএনটেকের তৈরি জ্যাব প্রতিষেধকটি সোমবার বিকেলে ডেলাওয়ারের ক্রিস্টিনা কেয়ার হাসপাতালের একজন নার্স জো বিডেনের শরীরে প্রয়োগ করেন। টিকা নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন নার্সকে বলেছিলেন, “ তাঁর কালো রঙের টার্টল নেকের যে সোয়েটার গায়ে রয়েছে। সেই সোয়েটারের বাঁহাতে স্লিভকে গুটিয়ে সেখানেই ইঞ্জেকশন পুশ করা হোক। কারণ বাঁ হাতই ভাল। যখন তুমি তৈরি থাকবে তখনই ইঞ্জেকশন দাও।” করোনা প্রতিষেধক তৈরির নেপথ্যে ট্রাম্প প্রশাসনের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই ভ্যাকসিন এত তাড়াতাড়ি বাজারে চলে এসেছে। ট্রাম্প প্রশাসনকে এই কৃতিত্ব দিয়েছেন জো বিডেন। এই প্রসঙ্গে জো বিডেন বলেন, “আমি যে আজ সর্বসমক্ষে প্রতিষেধক নিলাম তার প্রথম কারণ হল টিকাকরণের সময় এলে জনগণ যেন সেউ সুযোগের সদ্ব্যবহার করে।”

RELATED VIDEOS