
Israel-Iran War: ইরানের পরমাণু ঘাঁটি ও সেনা কার্যালয়ে ইজরায়েলের ভয়াবহ হামলার পর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন দায় এড়িয়ে বলেছিল, তারা এসবের সঙ্গে জড়িত নয়। যদিও ইজরায়েল পরে জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে হামলার আগে সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েই করেছিলেন। ইরানও জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তাদের দেশে এত বড় হামলার ক্ষমতা ইজরায়েলের ছিল না। তাই ইজরায়েলের পাশাপাশি, সরাসরি আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধের হুমকি দেয় ইরান।
সরাসরি ইরানের সঙ্গে যুদ্দে নামছে আমেরিকা!
এবার আর পর্দার আড়াল থেকে নয় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে। CBC নিউজ নামের মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই ইঙ্গিত দিলেন ট্রাম্প। তেল আভিভে মিসাইলের বর্ষণের ঘটনায় ইরানকে চরম হুশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন, তেহরানের কাছে শেষ সুযোগ আপোষে আসার, তা না হলে ওদের গুঁড়িয়ে দেওয়া হয়। আরও পড়ুন- Flight Cancel: মঙ্গলবার পর্যন্ত বাতিল সব বিমান
ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের
JUST IN - Trump says it's "possible" U.S. "could get involved" in Iran war. pic.twitter.com/hiBEuJq502
— Wallstreet Queen (@wsq0fficial) June 15, 2025
ইরানের সঙ্গে যুদ্ধে ইজরায়েলকে পরোক্ষ সাহায্য করছে আমেরিকা
ইরানের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামলে তেহরান পুরোপুরি চাপে পড়ে যাবে। কারণ ইজরায়েলের সঙ্গে পূর্ণশক্তিতে আমেরিকার সামরিক বাহিনী ইরানে ঝাঁপিয়ে পড়লে যুদ্ধটা একপেশে হয়ে পড়তে পারে। তবে চিন ও রাশিয়াও এবার ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে যাচ্ছে।