Flight Operations (Photo Credit: X@PTI_News)

Flight Cancel: ক্রমাগত মিসাইল হামলা থামার পর আকাশপথ খুলছে ইজরায়েল (Israel)। তবে মঙ্গলবার পর্যন্ত কোনও আন্তর্জাতিক বিমান চালাবে না ইজরায়েলের জাতীয় বিমান সংস্থা। ইরানের সঙ্গে হামলা-পাল্টা হামলা, যুদ্ধ পরিস্থিতি ও বিভিন্ন দেশে আটকে পড়া দেশবাসীদের জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সব বিমান বাতিল করল ইজরায়েলের জাতীয় বিমান সংস্থা (EI Al)। পাশাপাশি আগামী ২৩ জুন পর্যন্ত সংস্থার অন্তত ডজনখানেক আন্তর্জাতিক বিমান বাতিল করা হল। বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ইজরায়েলীদের দেশে ফেরানোকে অগ্রাধিকার দেওয়া তাদের বিমান বাতিল করা হচ্ছে বলে ইজরায়েলের জাতীয় বিমান সংস্থা।

বিভিন্ন দেশে আটকে পড়া ইজরায়েলবাসীদের দেশে ফেরাতে উদ্যোগী নেতানিয়াহু প্রশাসন

গত কয়েকদিন ধরে ইরানে হামলা, ইরানের হামলার কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন হাজারে হাজারে সাধারণ ইজরায়েলবাসী। এবার তাঁদের দেশে ফেরাতে নেতানিয়াহু প্রশাসন বিমান পাঠাচ্ছে।

মঙ্গলবার পর্যন্ত বাতিল ইজরায়েল বিমান সংস্থার সব বিমান

যেসব জায়গায় ইজরায়েলের বিমান চলাচল বন্ধ থাকছে

আগামী ২২ জুন পর্যন্ত ইজরায়েলের বিমান সংস্থা EI Al-এর যে সব জায়গার বিমান চলাচল বন্ধ থাকছে -সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- বার্লিন, বার্সেলোনা, ওয়ারস, মিউনিখ, লিসবন, টোকিও, বেলগ্রেড, তিরানা, পোর্তো, মস্কো।