Covid Case (Photo Credit: X@bsindia)

নয়াদিল্লি, ১৪ জুনঃ দিনে দিনে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সাত হাজারের গণ্ডি পেরিয়ে ভারতে সক্রিয় কোভিড রোগীর (Covid 19 Active Cases) সংখ্যা সাড়ে সাত হাজার ছুঁইছুঁই। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পোর্টালে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে এই মুহূর্তে মোট ৭,৪০০ জন সক্রিয় কোভিড রোগী রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জনের শরীরে সংক্রমণ মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে ৭,৪০০ জন সক্রিয় কোভিড (Covid 19) রোগী রয়েছে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। জানুয়ারি থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের। কোভিড সংক্রমণের দিক থেকে শীর্ষ স্থানে কেরল। দক্ষিণের এই রাজ্যে ২,১০৯ জন সক্রিয় রোগী রয়েছে। দ্বিতীয় স্থানে গুজরাট। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৩৭। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ৬৭২, মহারাষ্ট্রে ৬১৩। গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলে তিনজন এবং রাজস্থান ও তামিলনাড়ুতে একজন করে করোনা সংক্রমিত রোগী মারা গিয়েছেন।

করোনা ভাইরাসের (Corona Virus) নতুন করে বাড়বাড়ন্তের পিছনে রয়েছে NB.1.8.1 এবং LF.7 ভ্যারিয়েন্ট। INSACOG জানাচ্ছে, আক্রান্ত রোগীদের শরীরে কোভিডের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের হদিস মিলেছে। যার নাম XFG। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত INSACOG ফোরাম দিন কয়েক আগে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ভারতে ১৬৩ জন রোগী কোভিডের XFG ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছে। সেই সংখ্যা আরও বেড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।