Close
Advertisement
 
সোমবার, ফেব্রুয়ারি 24, 2025
সর্বশেষ গল্প
41 minutes ago

Jalpaiguri Accident: ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১৪; আর্থিক সাহায্য মোদির, শোকপ্রকাশ মমতার

Videos Sarmita Bhattacharjee | Jan 20, 2021 02:07 PM IST
A+
A-

জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে (Dhupguri) ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মৃতদের পরিবারকে তিনি ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে, "জলপাইগুড়ির দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই দুঃখের সময়ে, শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করছি। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের আত্মীয়দের ২ লাখ টাকা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে।" গতকাল রাতে ধূপগুড়ি জলঢাকা ব্রিজের কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা হয়। পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১০ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা ময়নাগুড়ির রানিরহাটের বাসিন্দা। ৩টি গাড়িতে করে তাঁরা ধূপগুড়িতে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত নটা নাগাদ এশিয়ান হাইওয়ে ৪৮-এ দুর্ঘটনাটি ঘটলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

RELATED VIDEOS